ভালো আছেন বুদ্ধদেব, সম্ভবত বুধবার ফিরবেন বাড়িতে, জানাল মেডিক্যাল বোর্ড

0
9

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ অগাস্ট, কলকাতাঃ শারীরিক অবস্হা অনেকটাই ভালো থাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্ভবত বুধবার হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, এই নিয়ে সোমবার বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধদেব সংক্রমণমুক্ত। মঙ্গলবার তাঁর রক্তপরীক্ষা করানো হবে। সব পরিস্থিতি খতিয়ে দেখার পরই বুধবার হাসপাতাল থেকে বুদ্ধদেবকে ছাড়া হতে পারে। তবে এখনই বুদ্ধদেবের রাইলস টিউব খোলা হচ্ছে না।

ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলবে ‘চেস্ট ফিজিওথেরাপি’ এবং রিহ্যাবিলিটেশন। তিনি উঠে দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বাড়ি ফিরলেও সম্পূর্ণভাবে হাসপাতালের তত্ত্বাবধানে থাকবেন বুদ্ধদেব। বাড়িতে থাকবেন এক জন নার্স। রাখা হবে বাইপ্যাপ সাপোর্ট, নেবুলাইজেশন সাপোর্ট।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও রাইলস টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হলেও মাঝে মাঝে মুখ দিয়েও খাচ্ছেন তিনি। তরল খাবার সরাসরি মুখ দিয়েই খাওয়ানো হচ্ছে। হাসপাতালের পরিবর্তে তাঁর বাড়ির বাইপ্যাপ মেশিন ব্যবহার করছেন চিকিৎসকরা। সোমবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্য স্যুপ, ফলের রস খেয়েছেন নিজেই। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। শুনেছেন রবীন্দ্র সংগীত। ২৯ জুলাই থেকে আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here