খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২২ মার্চ, কলকাতা: আইপিএলের ধারাভাষ্যকারের প্যানেল থেকে বাদ পড়লেন ইরফান পাঠান। ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। ভারতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৫০ জনের বেশি প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার এবারের আসরে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান।
জানা গিয়েছে, গত দু’বছর ধরে ধারাভাষ্য দেওয়ার সময় কিছু ক্রিকেটারের লাগাতার সমালোচনা করছিলেন তিনি। সেই সমালোচনা ক্রিকেটারেরা ভাল ভাবে নিচ্ছিলেন না। বর্ডার-গাওস্কর সিরিজ়ে ইরফান এক ভারতীয় ক্রিকেটারের এত সমালোচনা করেছিলেন যে তিনি রাগে ইরফানের মোবাইল নম্বর ব্লক করে দিয়েছেন।
ইরফানের বিরুদ্ধে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডে অভিযোগ করেছেন কয়েক জন ক্রিকেটার। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ইরফান পাঠানকে ধারাভাষ্যকারদের দল থেকে সরিয়ে দেওয়ার পরে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। সেখানে তিনি নিজের স্বাধীন মতামত জানাবেন। ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়া ইরফান পাঠানই প্রথম নন। এর আগে সঞ্জয় মঞ্জরেকর ও হর্ষ ভোগলেও ক্রিকেটারদের অভিযোগের মুখে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন।
এবারের আইপিএলের অফিশিয়াল সম্প্রচারক স্টার স্পোর্টস নেটওয়ার্ক, যারা ১০টি ভাষায় ম্যাচ সম্প্রচার করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বে থাকছে জিও হটস্টার। ন্যাশনাল ফিডের ধারাভাষ্যকারদের তালিকায় থাকছেন সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, শেন ওয়াটসন, বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, কেইন উইলিয়ামসন ও এবি ডি ভিলিয়ার্স। ওয়ার্ল্ড ফিডে থাকছেন রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ড্যানি মরিসন, ইয়ান বিশপ ও অ্যালান উইলকিনস।