খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই, কলকাতাঃ এবার কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে বসাল রাজভবন। বুধবার রাজভবনের তরফে এই ঘোষণা করা হয়েছে। প্রায় দু’মাস উপাচার্যহীন ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে এই পদে নিয়োগ করেছেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্যপালের তৈরি পিস অ্যান্ড সোশাল ইন্টিগ্রেশন কমিটির নেতৃত্বেও থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়।
আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ছিলেন নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। তাঁর মেয়াদ ফুরিয়েছে। তারপর প্রায় দু’মাস উপাচার্যহীন ছিল রবীন্দ্রভারতী। এবার প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় হলেন রবীন্দ্রভারতীর নতুন অস্থায়ী উপাচার্য।
উল্লেখ্য, অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে ঘিরে নবান্ন-রাজভবন সংঘাত পৌঁছয় আদালত পর্যন্ত। যদিও রাজ্যপালের অস্থায়ী উপাচার্যের নিয়োগকে বৈধ বলেই রায় দিয়েছে আদালত। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল বিভিন্ন অধ্যাপককে অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ করেছিলেন। এবার রবীন্দ্রভারতীতেও অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করলেন রাজ্যপাল। প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে কোনও রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগের কোনও নজির নেই।