খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, নয়াদিল্লিঃ প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ওমেন চান্ডি। বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুতে মৃত্যু হয় তাঁর। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল প্রবীণ নেতার। ওমেন চান্ডির প্রয়াণের খবর সমাজ মাধ্যমে জানিয়েছেন তাঁর ছেলে।
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে চিকিৎসা চলছিল তাঁর। এদিন ভোররাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে কেরল সরকার মঙ্গলবার সরকারি ছুটি এবং দু’দিনের শোক ঘোষণা করেছে।
২০০৪ থেকে ২০০৬ এবং ২০১১ থেকে ২০১৬ সাল—দু’দফায় মোট সাত বছর কেরলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন উমেন। টানা ১১ বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। কেরল বিধানসভার বিরোধী দলনেতা হিসাবেও কাজ করেছেন তিনি। প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কেরল কংগ্রেস সভাপতি কে. সুধাকরণ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা।