খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই: প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার লুই সুয়ারেজ মিরামন্তে। রবিবার স্পেনে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৮ বছর। বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে মাঠ কাঁপানো তারকার মৃত্যুতে শোকাহত দুই ক্লাব। দুই ক্লাবেই ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। ফুটবলের ইতিহাসে একমাত্র স্প্যানিশ পুরুষ হিসাবে জিতেছেন ব্যালন ডি’অরও। ক্লাবের প্রাক্তন ফুটবলার ও ম্যানেজারের মৃত্যুর খবর প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করে বার্সেলোনা। ১৯৫৪ সাল থেকে টানা ৭ বছর এই ক্লাবের হয়ে খেলতেন সুয়ারেজ। দু’টি লা লিগা-সহ ছ’টি ট্রফি এনে দেন তিনি। পরে যোগ দেন ইন্টার মিলানে। সেই ক্লাবের হয়েও তিনটি সেরি আ ট্রফি জেতেন তিনি।
স্প্যানিশ ফুটবল সুয়ারেজের অবদান অনেক। তাঁকে স্প্যানিশ ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয়। মার্জিত এবং চমৎকার ফুটবল শৈলীর জন্য পরিচিত ছিলেন তিনি। ফুটবল জগতে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন সুয়ারেজ। ১৯৬৪ সালে স্পেনের জাতীয় দলের হয়ে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। পাশাপাশি স্পেনের জাতীয় দলোর ম্যানেজারও ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া।