কোচবিহার, ১২ জুন : গরমে বাজারের ক্রেতাদের স্বস্তি দিতে উদ্যোগ নিল ভবানীগঞ্জ বাজার ডালপট্টি হনুমান মন্দির কমিটি। এই কমিটির পক্ষ থেকে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একটি রাস্তার ওপর আধুনিক ফোয়ারা মেশিন লাগানো হয়েছে। যা থেকে ঝিরিঝিরি জলের কনা বাতাসে উড়ে। মানব শরীরে এটি কিছু সময়ের জন্য স্বস্তি প্রদান করে।
উল্লেখ্য, দিন কয়েক ধরে কোচবিহারে চলছে তীব্র তাপপ্রবাহ।যার জেরে নাজেহাল জনজীবন। এই গরমের মধ্যেও প্রতিদিনই ভিড়ে ঠাসাঠাসি করে বাজার করতে হচ্ছে সাধারণ মানুষদের। সেই ক্রেতাদের গরমে স্বস্তি দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় মন্দির কমিটি। এই উদ্যোগে স্বস্তি বাজারের ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের মধ্যে। মন্দির কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তারা।