খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই, মুম্বইঃ মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে চলন্ত ট্রেনে চলল গুলি। যাত্রীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে আরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে। ট্রেনের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। অভিযুক্তের নাম চেতন সিংহ। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুম্বই রেল পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫টা নাগাদ মহারাষ্ট্রের পালঘরের কাছে। চলন্ত ট্রেনের এসি কামরায়, বি৫ কোচে আচমকা গুলি চালান চেতন সিং নামের অভিযুক্ত আরপিএফ কনস্টেবল। বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অভিযুক্ত পুলিশকর্মী।
গুলি চালিয়ে চার জনকে হত্যা করার পরেই পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টেনে নামার চেষ্টা করেন তিনি। তার আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় ট্রেনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কেন ওই ব্যক্তি এমনটা করল তা এখনও স্পষ্ট নয়।
মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে রেল। কী কারণে তিনি গুলি চালালেন, তা ঘিরে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অভিযুক্তের কোনও মানসিক সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।