১৫৯ ব্যাটালিয়ন বিএসএফের তরফ থেকে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প

17

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ ফেব্রুয়ারিঃ মালদা হবিবপুর ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের হরিনাথপুর বিএসএফ ক্যাম্পে ১৫৯ ব্যাটালিয়ন বিএসএফের তরফ থেকে হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্প।

জানা যায়,আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বিএসএফ ১৫৯ ব্যাটেলিয়নের ডিআইজি ভিটি কায়ারকার, বিএসএফ ১৫৯ ব্যাটালিয়ন কমান্ডেন্ট সন্দীপ কুমার, ১৫৯ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ সিএমও,(এস, জি),ডাক্তার মার্সার মুরমু, ডক্টর দীপাঞ্জন মন্ডল,কোম্পানি কমান্ডার বিক্রম দেসওয়াল,বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপারসেন শ্রীমতি মাধুরী কায়ারকার আগ্রা দক্ষিণ গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চানন রাই, গ্রাম পঞ্চায়েত মেম্বার রামেশ্বর হাসদা

এছাড়াও আরো অন্য বিএসএফ কর্মকর্তারা। ৫০০ থেকে ৬০০জন গ্রামবাসী আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্রী চেকআপ করানএবং ফ্রি ওষুধ নেন। এতে উপকৃত হয় আশেপাশের গ্রামের সমস্ত মানুষ।