খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ অক্টোবর, নয়াদিল্লি: স্তীকে নিয়ে দিল্লির চাঁদনি চক মার্কেটে দীপাবলির কেনাকাটা করতে গিয়ে বিপত্তি। মোবাইল চুরি গেল ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথৌয়ের।ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর। চাঁদনি চক বাজারে স্ত্রীকে নিয়ে দীপাবলির কেনাকাটা করতে গিয়েছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত। জামার পকেটে রাখা ছিল মোবাইলটি। বাজারের জৈন মন্দিরের সামনে ঘোরার সময় তা উধাও হয়ে যায়। এরপর অনলাইনের মাধ্যমে দ্রুত তিনি ই-অভিযোগ দায়ের করেন। ফরাসি দূতাবাস থেকে পুলিশকে নির্দেশও দেওয়া হয় দ্রুত পদক্ষেপ করার জন্য।
দিল্লি পুলিশও তড়িঘড়ি মোবাইলের খোঁজ শুরু করেন। সি সি টিভি ফুটেজ খতিয়ে গ্রেপ্তার করা হয় ৪ জন কে। তাদের কাছ থেকেই পাওয়া যায় মোবাইলটি। সেটি ফরাসি রাষ্ট্রদূতকে ফেরতও দিয়েছে পুলিশ। ধৃতদের প্রত্যেকের বয়স ২০-২৫ এর মধ্যে।
ধৃতেরা ট্রান্স-যমুনা এলাকার বাসিন্দা। তাঁদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত চাঁদনি চক মার্কেটে চোর এবং পকেটমারদের একটি চক্র দীর্ঘ দিন ধরেই সক্রিয় বলে অভিযোগ। বহু বার বহু সাধারণ মানুষের মোবাইল, টাকার ব্যাগ সেখান থেকে চুরি গিয়েছে।