কালদিঘি শিশু উদ্যানের সৌন্দর্যায়নের উদ্যোগ নিল গঙ্গারামপুর পুরসভা

47

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি শিশু উদ্যানের সৌন্দর্যায়নের উদ্যোগ নিল গঙ্গারামপুর পুরসভা।
উল্লেখ্য, ইতিহাস বিজড়িত শহর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। গঙ্গারামপুর শহরেই রয়েছে বানগড়, এছাড়াও রয়েছে আলাউদ্দিন বখতিয়ার খলজির সমাধিস্থল।
গঙ্গারামপুর শহরে ইতিহাসে কালদিঘি ও ধলদিঘি দুটি দিঘির উল্লেখ পাওয়া যায়।

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে গঙ্গারামপুর কালদিঘিতে বিগত বাম আমলে তৈরি হয় কালদিঘি শিশু উদ্যান। পরবর্তীতে রাজ্যে ক্ষমতায় আসার পর সৌন্দর্যায়নের লক্ষ্যে গঙ্গারামপুর পুরসভার উদ্যোগে শিশু উদ্যানের আরও উন্নতিকরণ করা হয়। টয় ট্রেন সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তি আনা হয় গঙ্গারামপুর শিশু উদ্যানে।

এবার গঙ্গারামপুর শিশু উদ্যানের আরো উন্নতিকরণে জোর দেওয়া হবে বলে জানালেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। বুধবার সেইমতো সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, ইঞ্জিনিয়ার সহ পুরসভার চেয়ারম্যান গঙ্গারামপুর শিশু উদ্যান পরিদর্শন করলেন পার্কেরই টয়ট্রেন চড়ে।

জানা গেছে, খুব তাড়াতাড়ি শিশু উদ্যান আরো উন্নতিকরণ হতে চলেছে। পার্কের উন্নতিকরণ হবে বিষয়টি নিয়ে খুশির হাওয়া গঙ্গারামপুর শহর জুড়ে।