খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪জুলাই, শিলিগুড়ি: গ্যাস ট্যাঙ্কার ও সরকারি বাসের সংঘর্ষে আহত হলেন ছয়জন। শুক্রবার সকালে শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, এদিন সকালে খারাপ অবস্থায় রাস্তার উপর দাঁড়িয়েছিল গ্যাস ট্যাঙ্কারটি।তখনই পেছন দিক থেকে একটি সরকারি যাত্রীবোঝাই বাস দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে এবং দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। দুর্ঘটনার পরেই ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করতে শুরু করে এবং গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।
পরে খবর পেয়ে নকশালবাড়ি ও শিলিগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন সেখানে পৌঁছায়। দমকলের চেষ্টায় গ্যাস লিক করা আটকানো সম্ভব হয়। আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।