খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন, নকশালবাড়ি: হাতিঘিসায় আদিবাসী যুবকের মৃত্যুর পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান মেয়র। গতকাল এক আদিবাসী যুবকের খুনের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় হাতিঘিসার মুরিবস্তি এলাকা।দোষীদের শাস্তির দাবিতে জাতীয় সড়কের টায়ার চালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি এলাকার প্রচুর বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এদিন এলাকা পরিদর্শন করে গৌতম দেব বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ঘটনাস্থলে এলাম। ২০টি বাড়ি ভেঙেছে ও ৩টি বাড়ি আগুন ধরানোর ঘটনা ঘটেছে। সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পুলিশ কাজ করছে। পিকেটিং রয়েছে।’ এদিন গৌতম দেবের পরিদর্শন চলাকালীন কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, ‘শান্তি ও সাম্প্রদায়িকতা বজায় রাখতে হবে। কোনও রকম উস্কানিমূলক কাজ করা যাবে না। মুখ্যমন্ত্রী নিজে সমস্ত বিষয়টির উপর নজর রাখছেন। দলীয় ভাবে সমস্ত বিষয়টি জানানো হয়েছে।’