জলপাইগুড়ি, ১৩ সেপ্টেম্বর: আস্ত একটি ছাগলকে গিলে খাচ্ছে বিশাল অজগর!কয়েকজন যা দেখে রীতিমত তাজ্জব বনে যান। অজগরের ব্রেক ফাষ্ট দেখতে ভিড় জমে কৌতূহলী জনতার। শনিবার সকালে ওই ঘটনাটি নাগরাকাটা ব্লকের টন্ডু চা বাগানের ১৫ নম্বর সেকশনের।
বাসিন্দারা জানান, অজগরের আস্ত ছাগলকে গিলে খাওয়ার ঘটনা দেখেন টন্ডু লাইনের চা শ্রমিকরা। অজগরের ছাগল দিয়ে ভুরিভোজ দৃশ্য তো সচরাচর দেখা যায়না!পরে খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে অজগরের ভুরি ভোজ শেষ। ভরা পেটে বিশ্রামে ছিল সাপটি। সেখান থেকে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর।
জানা গিয়েছে বর্তমানে সাপটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।সুস্থ হয়ে উঠলেই সেটিকে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাসিন্দারা জানানএমন ঘটনায় আতঙ্কের মধ্যে আছেন তারা।