স্কুল ভবনের উপর থেকে কাঁচ ভেঙে পড়ে আ*হত অষ্টম শ্রেণির ২ ছাত্র, হুলুস্থূল কাণ্ড গোটা স্কুলজুড়ে

7

দক্ষিণ কলকাতা, ১৩ জানুয়ারিঃ দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে দুর্ঘটনা। স্কুল ভবনের উপর থেকে কাঁচ ভেঙে পড়ে। তাতে রীতিমতো আহত হয়েছেন অষ্টম শ্রেণির দুই ছাত্র। দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে হুলুস্থূল পড়ে যায়। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন।

জানা যায়, যে তিনজন আহত হয়েছিল তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইতি মধ্যেই একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। এবং অন্য একজন নবম শ্রেণীর ছাত্র প্রিয়ম দাস তার এখনো চিকিৎসা চলছে।

অভিভাবকদের অভিযোগ, প্রতি মাসে তারা অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য স্কুলের টাকা দেন। আজ যখন ঘটনা ঘটে তখন স্কুলে কোনরকম অ্যাম্বুলেন্স ছিল না। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি যিনি সকালে অ্যাম্বুলেন্স এর জন্য আজ থাকার কথা তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তাই আজ অ্যাম্বুলেন্স নেই।

কি কারণে কাঁচ ভেঙে পড়ল এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের পড়ুয়ারা জানলার দরজার মধ্যে ধাক্কাধাক্কি করেছে ভেতরে প্রবেশ করার জন্য যে কারণেই অসাবধানতাবশত কাঁচ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে টালিগঞ্জ থানার পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার পরিবেশ গোটা স্কুল চত্বর জুড়ে।