ওয়েব ডেস্ক, ৯ অক্টোবরঃ দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবর দিলেন কেন্দ্রীয় সরকার। ৫ শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এর ফলে ১২ শতাংশ থেকে মহার্ঘ ভাতা বেড়ে হল ১৭ শতাংশ। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
এর ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। পাশাপাশি ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এজন্য সরকারের খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা। এদিন প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের জন্য ভাল খবর রয়েছে। মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ানো হচ্ছে”।