পথ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছে দিলেই মিলবে ২৫ হাজার! জানালেন গড়করি

111

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৩ জানুয়ারি, নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে সেই ব্যক্তিকে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে সরকার। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়করি। পথ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অনেক আগেই পুরস্কার চালু করেছিল কেন্দ্র।

হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হত মানবিক ব্যক্তিকে। সেই পুরস্কার মূল্যই বাড়ানো হল। প্রসঙ্গত, পথ দুর্ঘটনায় রাশ টানার লক্ষ্যে ২০২১ সালে এক প্রকল্প চালু করেছিল কেন্দ্র। যার মাধ্যমে দুর্ঘটনায় আহত কাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেই ব্যক্তিকে ৫ হাজার টাকা ও প্রশংসাপত্র দেওয়া হত।

মূলত দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টাকে ‘গোল্ডেন আওয়ার’ হিসেবে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে আহত হাসপাতালে চিকিৎসা পেলে প্রাণে বাঁচার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। দুর্ঘটনায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে দেশবাসীকে উৎসাহ দিতে এবার এই পুরস্কারের টাকা বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

নাগপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, “আহতদের হাসপাতালে নিয়ে যেতে বর্তমানে যে পুরস্কার দেওয়া হয় তা যথেষ্ট নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘গুড সামারিটান’-এর মাধ্যমে আহতকে গুরুত্বপূর্ণ ওই এক ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কারের টাকা বাড়িয়ে ৫ হাজার থেকে ২৫ হাজার করা হবে।”

উল্লেখ্য, সম্প্রতি নীতীন গড়করি ঘোষণা করেছেন পথ দুর্ঘটনায় আহতদের সাত দিনের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশের কাছে দুর্ঘটনার খবর জানানো হলে ওই সুবিধা মিলবে। এমনকি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।