খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ সেপ্টেম্বর, কলকাতাঃ রাজ্য বনাম রাজ্যপালের মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম রাজ্য। শনিবার ব্রাত্যের আক্রমণের বিরুদ্ধে ফের সুর চড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বলেন, “মধ্যরাত পর্যন্ত দেখতে থাকুন কী করতে চলেছি।”
রাজ্যপালের এ কথা শুনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “সাবধান সাবধান! শহরে নতুন রক্তচোষা বেরিয়েছে। নাগরিকরা সতর্ক থাকবেন।” শিক্ষামন্ত্রীর কথায়, ভারতীয় মাইথোলজিতে একে বলে রাক্ষস প্রহর! তার অপেক্ষায় রয়েছি। প্রসঙ্গত, বাংলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রশাসনিক বিষয় নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত ক্রমেই চরমে উঠছে।
রাজ্যপাল যেভাবে একের পর এক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করে চলেছেন, তা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো বটেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন। রাজ্যপাল নিজের পছন্দের লোকেদের উপাচার্য করে বসিয়ে দিচ্ছেন বলে অভিযোগ সরকারের।
গতকাল রাজ্যপালের এক্তিয়ার নিয়ে ব্রাত্য বলেছিলেন, “আগে ভেবেছিলাম রাজ্যপাল আলাউদ্দিন খিলজি, এখন তো দেখছি তিনি মহম্মদ বিন তুঘলক। আসলে তিনি মুখ্যমন্ত্রীকে মানেন না, সংবিধানকে মানেন না, আদালতকেও মানেন না। সবকিছু গুলিয়ে দিয়ে উনি পুতুল খেলা খেলছেন।” এরই প্রতিবাদে এদিন সরব হন রাজ্যপাল।
এদিন সল্টলেকে এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল আরও বলেন, “আমার কাজ হল উপাচার্য নিয়োগ করা। তা আমি করে যাব। আমি যা করছি তার জন্য গর্বিত। আমার আচরণে আমি খুশি। মধ্যরাত পর্যন্ত দেখতে থাকুন, আসল পদক্ষেপ কাকে বলে। রাজ্যপালের এই হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।