‘দুর্গারত্ন’ পুরস্কারের ঘোষণা রাজ্যপালের, পুরস্কৃত এই ৪ পুজো কমিটি

495

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ অক্টোবর, কলকাতাঃ এবার ‘দুর্গারত্ন’ পুরস্কারের ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হল রাজভবনের তরফে। মোট চার পুজো কমিটিকে ‘দুর্গারত্ন’ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে রাজভবন। পুরস্কারের সূচনা হল এবছর থেকেই। পুরস্কৃত করা হচ্ছে টালা প্রত্যয়, নেতাজি কলোনি লো-ল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং এবং কল্যাণী আইটিআই মণ্ডপ।

রাজভবনের তরফে জানানো হয়েছে, আলো ও ছায়ার সৃজনমূলক ব্যবহারের কারণে পুরস্কার পাচ্ছে কলকাতার টালা প্রত্যয়ের মণ্ডপ। জাঁকজমক ও বিশালত্বের নিরিখে পুরস্কৃত করা হচ্ছে কল্যাণীর পুজো মণ্ডপকে। পরিবেশ সচেতনতার জন্য পুরস্কৃত করা হচ্ছে বরানগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। এছাড়াও থিমের নতুনত্বে পুরস্কার জিতে নিয়েছে নেতাজি নগর (লো ল্যান্ড)-এর পুজো মণ্ডপ।

বিজয়ীদের মধ্যে পুরস্কার মূল্যের পাঁচ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে। রাজ্যপাল যদিও আগেই ‘দুর্গারত্ন’ পুরস্কারের ঘোষণা করেন। মানুষের বিচারে সেরা চার পুজোকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছিলেন। রাজভবনের তরফ থেকে ই মেল আইডি দেওয়া হয়েছিল। সেখানেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল পুজো উদ্যোক্তারা।তবে সেরা পুজো বাছাই করা হয়েছে সাধারণ মানুষের ভোটের ভিত্তিতে।

রাজভবনের ইমেল আইডি-তে যে সব পুজোর নাম পৌঁছেছিল, তার মধ্যে থেকেই এই চার পুজোকে বেছে নেওয়া হয়েছে বলে খবর। রাজভবন সূত্রে জানা গিয়েছে, চারটি পুজোকে মোট পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে, যা নিজেদের মধ্যে ভাগ করে নেবে তারা। এর পাশাপাশি, মানপত্রও দেওয়া হবে। পুরষ্কারটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পনসর করেছে এই বছর। উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে আগে থেকেই অনুদান দেয় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বেছে বেছে সেরা পুজোগুলিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল রাজভবন।