মিলল রাজ্যপালের অনুমোদন, নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে সিবিআই

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় এক বছর আগে ইডি-র হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। সিবিআই নিজেদের হেপাজতে নিয়ে পার্থকে একাধিকবার জেরা করেছে। তবে নিয়ম অনুযায়ী প্রয়োজন ছিল রাজ্যপালের অনুমতির। মঙ্গলবার সেই অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত, পার্থ ছিলেন তৃণমূল সরকারের পূর্ণ মন্ত্রী। আর একজন মন্ত্রীকে যেহেতু শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, তাই তাঁর বিরুদ্ধে তদন্ত করতে গেলে বিধানসভার অধ্যক্ষের পাশাপাশি রাজ্যপালের কাছে অনুমোদন নেওয়া প্রয়োজন হয়।  সেই কারণে অনুমতি চেয়েছিল সিবিআই। যা মঞ্জুর করেছেন রাজ্যপাল।

গত বছর জুলাই মাসে গ্রেপ্তার হন পার্থ। প্রায় এক বছর ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিটও পেশ করা হয়েছে। বহুবার জামিনের আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি। একই মামলায় জেলে রয়েছেন আরও দুই তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here