খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, শিলিগুড়ি: চারদিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার দুপুরে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে সস্ত্রীক কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে চম্পাসারিতে স্টেট গেস্ট হাউসে পৌঁছান তিনি। দার্জিলিঙে রাজভবনে যাওয়ারও কথা রয়েছে তাঁর। যদিও এদিন এনজেপি স্টেশনে নেমে ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গেলেও সেখানে সাংবাদিকদের সঙ্গে কোনও বলতে চাননি রাজ্যপাল। রাজ্যপালের সফর ঘিরে এনজেপি স্টেশনে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা।