খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার জেলার বিভিন্ন সন্ত্রাসকবলিত এলাকা পরিদর্শন করতে এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার রাতে তিনি কোচবিহারে পৌঁছন। তিনি শিলিগুড়ি থেকে সড়ক পথে সরাসরি কোচবিহার সার্কিট হাউসে এসে পৌঁছানোর পর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তাঁর বিভিন্ন কর্মসূচি কাটছাঁট করে তিনি কোচবিহার এসেছেন সন্ত্রাসকবলিত এলাকা পরিদর্শন করতে। দিনহাটা সহ বিভিন্ন সন্ত্রাস এলাকায় তিনি পরিদর্শনে যাবেন শনিবার। এদিকে রাজ্যপালের কোচবিহার সফর ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তরজা শুরু হয়ে গিয়েছে।