অব্যাহত রাজ্য-রাজ্যপাল সংঘাত, এবার স্বাস্হ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর নির্দেশ

0
59

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ অগাস্ট, কলকাতাঃ অব্যাহত রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার রাজ্যের স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে পদ থেকে সরানোর নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, ইউজিসির নিয়ম মেনে নিয়োগ হয়নি, এই যুক্তিতে রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানো হচ্ছে।

এর আগে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অনিয়ম নিয়ে বার তিনেক চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। শেষ চিঠি পাঠানো হয়েছিল গত সোমবার। নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পরেও কেন পদ আগলে বসে রয়েছেন উপাচার্য তা নিয়ে প্রশ্ন তুলে চিঠিপ্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য সুহৃতা পালের থেকে জবাব তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

যদিও সেই চিঠির জবাব দেননি উপাচার্য। উলটে তিনি আইনি পদক্ষেপের ভাবনাচিন্তা করছিলেন বলে শোনা যাচ্ছিল। এরপরই স্বাস্থ্য সচিবকে রাজভবনের তরফ থেকে উপাচার্যকে সরানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ঘিরে বিগত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছে।

উপাচার্যের বিরুদ্ধে রাজ্যপালকে চিঠি লিখে একগুচ্ছ অভিযোগ জানিয়েছিল চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চ। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে তুমুল অরাজকতার অভিযোগ উঠেছিল। এমনকি তাঁর নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছিল। শেষমেশ তাঁকে সরিয়েই দেওয়া হল। উল্লেখ্য, ২০০৪ সালে এ রাজ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তৈরি হয়।

সেই সময় উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির সুপারিশ অনুযায়ীই নিয়োগ হত। তাতে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র কোনও  প্রতিনিধি। ২০১৩ সালে আইন সংশোধন হয়। এরপর বাদ পড়ে ইউজিসির প্রতিনিধি। সেই নতুন সার্চ কমিটিই নিয়োগ করেছিল সুহৃতা পালকে। এদিকে, সুহৃতা পালের জায়গায় কে আপাতত সেই দায়িত্ব সামলাবেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সূত্রের খবর, এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলছে রাজভবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here