খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই, কলকাতা: পঞ্চায়েত ভোট মিটতেই আচমকা দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার সন্ধ্যা ৬টা ১৫-র বিমানে দিল্লি রওনা দেন তিনি। রাজভবন সূত্রে খবর, সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। তবে যাওয়ার আগে দিল্লি-সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, ফ্রেশ এয়ার’ নিতে দিল্লি যাচ্ছেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই জেলায় জেলায় ঘুরছেন রাজ্যপাল। ভোটে নিহত বা আহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। গিয়েছেন হাসপাতালেও। এমনকি ভোটের দিন সকালেও বেরিয়ে পড়েছিলেন তিনি। সমস্ত জায়গা ঘুরে একটি রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন বোস। এবার সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দিতে চলেছেন তিনি এমনটাই খবর সূত্রে। জেলায় জেলায় পঞ্চায়েত ভোট চলাকালীন, হিংসা, খুন, বোমাবাজি, গুলি সংঘর্ষ, ভোট লুট, ব্যালট বাক্স নষ্ট করা, বুথদখল কোনও অভিযোগই বাদ যায়নি। এমনকি, ভোট চলাকালীন রাজ্যে ১৫ জনের মৃত্যুর অভিযোগও করেছেন বিরোধীরা। ভোট শেষ হওয়ার পর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘একজন রাজ্যপালের যা করণীয়, তা-ই করব।’’ এরপরই তড়িঘড়ি রবিবার দিল্লি রওনা দিলেন রাজ্যপাল। জানা গিয়েছে, সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা করবেন তিনি।