খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, কোচবিহার: ভোট ঘিরে অশান্ত কোচবিহার। সেই আবহেই বুধবার কোচবিহারে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, এদিন দুপুর ৩টের সময় বাগডোগরা বিমানবন্দর থেকে কপ্টারে উঠবেন তিনি। কোচবিহার বিমানবন্দরে নেমে সোজা সার্কিট হাউসে যাবেন রাজ্যপাল। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। বর্তমানে চলছে সার্কিট হাউস গোছগাছ পর্ব।
উত্তরবঙ্গ সফরে এসেই রাজ্যপাল বলেছেন, কী পরিস্থিতি চলছে, তা তিনি দেখতে এসেছেন। আজ বিকেলে
সম্ভবত দিনহাটার অশান্ত এলাকা ঘুরে দেখতে পারেন রাজ্যপাল এমনটাই অনুমান। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দুটি গুলি চালানোর ঘটনা ঘটেছে দিনহাটায়। মঙ্গলবার ভোরে গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে। সংঘর্ষে এক তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে। তারপর রাতে গুলি চলেছে গীতালদহ-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল প্রার্থীর ভাই। কোচবিহারে পৌঁছে রাজ্যপাল কোনও জায়গায় যান কি না, সেটাই দেখার। আগামীকাল সকালেই মুর্শিদাবাদে চলে যাবেন রাজ্যপাল।