খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, শিলিগুড়ি: আর্থিক তছরুপের অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ওমপ্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ করেছিল রাজ্য। ৩ মাসের মেয়াদকালে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ-সহ একাধিক অভিযোগ উঠেছে। এবার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। তদন্তভার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্যের হাতে।
উল্লেখ্য, রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তাঁর জায়গাই তিন মাসের জন্য অন্তর্বতীকালীন উপাচার্য করা হয় তৃণমূল নেতা তথা অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে। পরে ১ মাসের জন্য তাঁর মেয়াদও বাড়ানো হয়। এর আগে উপাচার্য থাকাকালীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জমি সংক্রান্ত বিবাদে নাম জড়ায় ওমপ্রকাশের। যদিও, তিনি বারংবার দাবি করেন পুরো বিষয়টি স্বচ্ছ। এরপর রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠকে যোগ দেওয়ার পর প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ শুনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। সূত্রের খবর, ওমপ্রকাশের মেয়াদ থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, সব বিষয়েই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। তবে ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন, তিনি এমন খবর শুনলেও কোনও চিঠি পাননি।