বাড়িতে আচমকা গুলিবিদ্ধ গোবিন্দা! কী করে ঘটল এই ঘটনা?

92

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অক্টোবর, মুম্বই: নিজের বাড়িতে আচমকা গুলিবিদ্ধ হলেন বলিউড তারকা গোবিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে নিজের রিভলবার থেকেই গুলি লাগে তাঁর পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত, ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি তিনি।

গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, এদিন ভোরে কলকাতায় আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর লাইসেন্স থাকা রিভলভারটি খাপে ঢোকাতে গিয়ে, সেটি তাঁর হাত থেকে পড়ে যায়। রিভলভারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তাঁর পায়ের হাঁটুতে লাগে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ডাক্তাররা গোবিন্দার পা থেকে গুলি বের করে দিয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে, এখন তিনি হাসপাতালেই আছেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোবিন্দার বন্দুকটি নিজেদের হেফাজতে নেয়। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। ৯০-এর দশকের সুপারস্টার গোবিন্দা তার কমেডি চরিত্রে অভিনয়ের জন্যই জনপ্রিয়।

আটের দশকের মাঝামাঝি তাঁর প্রথম ও দ্বিতীয় ছবি ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়। দুই ছবিই হিট। আর পিছনে ফিরে তাকাতে হয়নি গোবিন্দাকে। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’-এর মতো সিনেমার মাধ্যমে নয়ের দশকের কমেডি কিং হয়ে ওঠেন তিনি। অভিনেতার শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘রঙ্গিলা রাজা’। এক সময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন গোবিন্দা। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি যোগ দেন শিব সেনা দলে।