কোচবিহার, ১ আগস্টঃ দাদু ভারতের নাগরিক, নাতিকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। এমনই অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শুক্রবার তুফানগঞ্জ ২ ব্লকের রামপুর এলাকায় যান তিনি। সেখানে দীপঙ্কর সরকারকে ওই নোটিশ পাঠানো হয়েছে। গতকাল ওই মহকুমায় মমিনা বিবির পর দীপঙ্কর সরকার। এনআরসি নোটিশ পেলেন। তুফানগঞ্জ এলাকার রামপুরে এদিন দীপঙ্কর সরকারের বাড়িতে যান জেলা তৃণমূল সভাপতি।
পরপর নোটিশ আসার খবর পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অসম সরকারের ভূমিকার সমালোচনা করেন। গতকাল রাতেই কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক দীপঙ্কর সরকারের কাছে ওই নোটিশ আসার খবর জানিয়ে আজ, শুক্রবার ওই বাড়িতে যাবেন বলে ঘোষণা করেছিলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন অভিজিৎ বাবুর নেতৃত্বে এলাকায় মিছিল করেন তৃণমূল কর্মীরা।