খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, জলপাইগুড়ি: গুরু পূর্ণিমা উপলক্ষ্যে সোমবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসংখ্য ভক্তদের সমাগম হয়েছিল। গুরু পূর্ণিমা উদযাপন উপলক্ষ্যে সকালে বিভিন্ন অনুষ্ঠানের পর দুপুরে সকলের জন্য প্রসাদ বিতরণ করা হয়। আজ ব্যাস দেবের জন্মদিন গুরু পূর্ণিমা হিসেবে পালিত হচ্ছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সকালে পুজো দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আগামীকাল রামকৃষ্ণ মিশন আশ্রমের ১২৫ তম বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে ছাত্র ও ছাত্রীদের নিয়ে একটি কনভেনশনেরও আয়োজন করা হয়েছে আশ্রম প্রাঙ্গণে বলে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব অভিমানন্দ জি মহারাজ জানিয়েছেন।