খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, জলপাইগুড়ি: বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির পান্ডাপাড়ায়। মৃতার নাম শিপ্রা ভট্টাচার্য (৬০)। শুক্রবার ১৪ নম্বর ওয়ার্ডের পান্ডাপাড়া তিন নম্বর গলির বাসিন্ধা ধর্ম দাস ভট্টাচার্যের স্ত্রী শিপ্রাদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৃতার ভাইয়ের অভিযোগ জামাইবাবুর অত্যাচারের কারণেই এই ঘটনা ঘটলো।
অপরদিকে মৃতার স্বামী ধর্ম দাস ভট্টাচার্য পাল্টা অভিযোগ জানান, স্ত্রী তাঁর ওপর অত্যাচার করতেন। মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।