খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, রামপুরহাট: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার হল রোগীর ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভজন লেট (২৫)। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ছিলেন তিনি।
মৃতের পরিবার সূত্রে খবর মানসিক সমস্যা ছিল ভজনের। সেই কারণে তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। এদিন সকালে শৌচালয়ে ভজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়েই রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। এই ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের ভূমিকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।