খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, শিলিগুড়িঃ ফার্মাসিস্টের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া ব্লকের এক নং অঞ্চলের ঠিকনিকাটা কলমজোত এলাকায়। মৃতের নাম সুবোধ মল্লিক (52)। তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফার্মাসি বিভাগে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, পারিবারিক অশান্তিতে জেরবার ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে বাড়িতে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।এরপর খবর দেওয়া হয় পুলিশকে। মেডিকেল ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পারিবারিক সমস্যার জন্যই ঘটনাটি ঘটিয়েছেন বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মচারী সংগঠনের নেতা ছিলেন সুবোধবাবু। পাশাপাশি সমাজসেবী হিসেবেও পরিচিতি ছিল তাঁর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মী মহলে।