খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, শিলিগুড়ি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে শিলিগুড়ির সুভাষপল্লী থেকে এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। ধৃতের নাম শুভম রায়। জানা গিয়েছে, অসম থেকে শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এক যুবতী। তাঁর সঙ্গে শুভমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু’বছর ধরে চলা এই সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই যুবতীর সঙ্গে একাধিকবার সহবাস করেন ওই যুবক বলে অভিযোগ। এমনকি ব্যবসা করার অজুহাতে ওই যুবতীর থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নেয় ওই যুবক বলে অভিযোগ।
পরবর্তীতে সেই যুবতী ওই যুবককে বিয়ের কথা বললে যুবক অস্বীকার করেন। তারপরেই বৃহস্পতিবার শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতীণ।অভিযোগ দায়েরের পর গতকালই সুভাষপল্লী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। ধৃত যুবককে শুক্রবার দুপুরে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।