দীর্ঘক্ষণ স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের জন্য বসে থাকতে হচ্ছে, অভিযোগ রোগীর পরিবারের

49

শীতলকুচি, ২৯ নভেম্বরঃ বেলা সাড়ে বারোটা! ডাক্তার নেই! রোগীরা দীর্ঘক্ষণ ধরে বসে! প্রায় দিনই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি শীতলকুচির ছোটশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। আজ দীর্ঘক্ষণ রোগীরা অপেক্ষায় থাকার পর তারা বিক্ষোভ দেখান স্বাস্থ্যকেন্দ্রের সামনে।

এই বিষয়ে শীতলকুচি বি এম ও এইচ ডক্টর সম্ভু অধিকারী বলেন, ছোট শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই! বর্তমানে একজন ফার্মাসিস্ট রয়েছে। তার বাবা মারা যাওয়ায় সে ১৩ দিনের ছুটি নিয়েছে। তিনি আরো বলেন শীতলকুচি ব্লকে ডাক্তারের অভাব রয়েছে। পর্যাপ্ত ডাক্তার না থাকায় এই সমস্যাগুলি হচ্ছে।

এই বিষয়ে অমল বর্মন, হাতেম তাই মিয়া, মুন্না রাম সরকার সহ বেশ কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, কাজকর্ম ফেলে রেখে প্রায় আড়াই ঘণ্টা ধরে অপেক্ষা করছি ডাক্তারের জন্য। প্রায় দিনই অপেক্ষা করেই বাড়ি ফিরতে হয় রোগীকে। কোনদিন ডাক্তার আসলো আবার কোনদিন আসলো না, মনে হয় এটা তাদের মামার বাড়ি।এমনটাই অভিযোগ করেন রোগীরা। আরেক রোগীর কথায় প্রায় দিনেই আমরা আসছি এবং ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাড়িতে ফিরতে হচ্ছে। তাহলে কি দরকার ছিল এই স্বাস্থ্য কেন্দ্রগুলি গড়ে তোলার। এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটা করে স্বাস্থ্য কেন্দ্র বানানো। সেখানে যদি ডাক্তারি না থাকে তাহলে এগুলো বানানোর কোন দরকার নেই।

এই বিষয়ে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সারজিনা খাতুন বিবি বলেন, রোগীরা বিক্ষোভ দেখিয়েছেন বিষয়টি শুনেছি। এই বিষয়ে শীতলকুচি বিএমওএইচ শম্ভু অধিকারীর সঙ্গে কথা বলব।