সিটি স্ক্যান হল বুদ্ধবাবুর, কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

31

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই, কলকাতাঃ সঙ্কটজনক হলেও, আগের তুলনায় কিছুটা ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার সকালে বুদ্ধবাবুর সিটি স্ক্যান করানো হয়। সকালেও ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। স্ক্যানের প্রাথমিক রিপোর্টে খারাপ কিছু না এলেও এখনও নিশ্চিত হতে পারছেন না চিকিৎসকরা।

রিপোর্ট নিয়ে এদিন দুপুরে আলোচনায় বসবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা। তার পরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন চিকিৎসকেরা। চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, ‘‘বুদ্ধদেববাবুর ‘কার্ডিয়াক ফাংশন’ বেশ ভাল। তাই ফুসফুসের অবস্থা খারাপ থাকলেও উনি লড়ে যাচ্ছেন। শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে খাবার দেওয়া হচ্ছে।’

জানা গিয়েছে, কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডি-র সমস্যা রয়েছে তাঁর। শুক্রবার থেকেই শ্বাসকষ্ট বাড়তে থাকে তাঁর।  শনিবার সকাল থেকেই ক্রমশ আচ্ছন্ন হয়ে যেতে থাকেন তিনি। এর পরেই ওই দিন বিকেল ৫টা নাগাদ বুদ্ধদেবকে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাঁকে দেখতে গত ২ দিনে হাসপাতালে গিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও আইএসএফের নওশাদ সিদ্দিকি, তৃণমূল বিধায়ক মদন মিত্র। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।২০১৯ সাল থেকে এ পর্যন্ত চার বার হাসপাতালে ভর্তি করানো হল বুদ্ধদেবকে। তার মধ্যে ২০২১ সালে ভর্তি হয়েছিলেন করোনায় আক্রান্ত হয়ে।