ওয়েব ডেস্ক, ৯ অক্টোবরঃ পুজোর পরও পিছু ছাড়ছে না বৃষ্টি।সকাল থেকেই সর্বত্র আকাশ মেঘলা। একাদশীর কাকভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। সকাল থেকেই দফায় দফায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের খবর মিলেছে সর্বত্র।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুও। এই জেরেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। একই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে।আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টা রাজ্যে জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে পরিস্থিতির পরিবর্তন ঘটবে আগামী ২৪ ঘণ্টায়।এমনই জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে আবহাওয়া বদল হবে রাজ্যে।
দুর্গা পুজো মিটলেও অধিকাংশ জায়গাতেই এখনও বাকি মায়ের বিসর্জন। ফলে মঙ্গলবার যারা প্রতিমা বিসর্জন করতে পারেননি কপালে চিন্তার ভাঁজ বাড়ল তাঁদের।