খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৮ মার্চ, পুরী: পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়ে আইনি বিপাকে জড়ালেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী। সাংসদ-অভিনেত্রীর বিরুদ্ধে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করল জগন্নাথ সেনা দল নামের ধর্মীয় সংগঠন।
জগন্নাথ সেনা দলের দাবি, ১৯৭৯ সালের আগস্ট মাসে ফয়জাবাদে এক মসজিদে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র এবং হেমা। কারণ অভিনেতার তখনও প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি। আর হিন্দু ধর্মে প্রথমা স্ত্রীর সঙ্গে আইনি মতে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত অন্য কাউকে বিয়ে করার নিয়ম নেই।
সেই জন্যই নাকি সেবছরের ২১ আগস্ট ফয়জাবাদের এক মসজিদে গিয়ে তাঁরা ধর্ম পরিবর্তন করেন। সেই অতীত প্রসঙ্গ টেনেই হেমা মালিনীর বিরুদ্ধে সনাতন ধর্মকে অপমানের অভিযোগ এনেছে জগন্নাথ সেনা দল। তাঁদের মত, মথুরার বিজেপি সাংসদ জগন্নাথ মন্দিরের নিয়মভঙ্গ করে হিন্দু ধর্মীয় ভাবাবাগে আঘাত হেনেছেন।
যে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে জগন্নাথভূমের ওই ধর্মীয় সংগঠন। গত সপ্তাহে দোলের সময় পুরীর মন্দিরে গিয়েছিলেন হেমামালিনী। তাঁরসঙ্গে ছিলেন পদ্মশিবিরের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মথুরার বিজেপি সাংসদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।