খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ নভেম্বর, রাঁচি: চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল চারটেয় সেরাজ্যের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার।
মোরাবাদী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শারদ পাওয়ার, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনা ঠাকরে গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনা ঠাকরে গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, সমাজবাদী পারৃটির প্রধান অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ছাড়াও ইন্ডিয়া জোটের একাধিক নেতানেত্রী।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছয় থেকে আটজন মন্ত্রীরও শপথ নেওয়ার কথা ছিল। তবে তা হয়নি। হেমন্তের শপথ অনুষ্ঠানে তাঁর বাবা এবং তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনও উপস্হিত ছিলেন। গত ৩১ জানুয়ারি জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার হন হেমন্ত। তার আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।
জেএমএমের চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হন। প্রায় পাঁচ মাস জেলে থাকার পর গত ২৮ জুন হেমন্তকে জামিন দেয় ঝাড়খণ্ড হাই কোর্ট। এর পরই চম্পাই ইস্তফা দিলে মুখ্যমন্ত্রীর কুরসিতে কামব্যাক করেন তিনি। জেএমএম-এর নেতৃত্বাধীন জোট ভোটে ৮১টি আসনের মধ্যে ৫৬টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৪টি আসনে জিতেছে।