খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ নভেম্বর, কলকাতা: গত শনিবার হেজবোল্লা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই ক্ষেপণাস্ত্রের কয়েকটি আছড়ে পড়ে লেবাননের সেনার উপরেও। তাতে মৃত্যু হয় এক সেনার। আহত আরও ১৮ জন। ইজরায়েলি হানায় লেবাননে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সেই হামলার এক দিন পরেই প্রতিশোধ নিল সেখানকার সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা।
ইজ়রায়েলের রাজধানী তেল আভিভকে লক্ষ্য করে পর পর রকেট বর্ষণ করল তারা। সে সব রকেটের কিছু ইজ়রায়েল নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশপথেই ঠেকাতে পেরেছে। কিন্তু অনেক রকেট আছড়ে পড়েছে রাজধানীর মাটিতে। একাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে গিয়েছে বলে খবর।
ইজ়রায়েলের সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, রবিবার লেবাননের দিক থেকে অন্তত ২৪০টি রকেট ছোড়া হয়েছে তেল আভিভকে লক্ষ্য করে। ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)-এর তরফে জানানো হয়েছে, রাজধানী এবং তার আশপাশে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে। কিছু বাড়িতে আগুন লেগে গিয়েছে। অনেক সাধারণ মানুষ আহত হয়েছেন। তবে কারও আঘাত তেমন গুরুতর নয়।
এদিকে তেল আভিভে হামলার দায় স্বীকার করে নিয়ে হেজবোল্লা জানিয়েছে, ইজ়রায়েলের রাজধানী এবং তার আশপাশের সেনাঘাঁটি ছিল তাদের লক্ষ্য। গত সেপ্টেম্বর থেকে হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে সরাসরি হামলা শুরু করেছে ইজ়রায়েল। তবে তাদের দাবি, দক্ষিণ বেরুটে হিজ়বুল্লার ঘাঁটিতেই কেবল তারা হামলা চালিয়েছে। সাধারণ মানুষের কোনও ক্ষতি তাতে হয়নি।