নির্বিঘ্নে শুরু চলতি বছরের উচ্চমাধ্যমিক, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত

0
12

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি, কলকাতাঃ নির্বিঘ্নেই শুরু হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্যজুড়ে ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় ৭ লক্ষ ৯০ হাজার ছাত্রছাত্রী। গত বছর যা ছিল ৮ লক্ষ ৫৩ হাজার। গত বছরের তুলনায় এই বছর কমেছে পরীক্ষার্থীর সংখ‍্যা। এবার পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে।

পরীক্ষা শুরুর সময় সকাল ৯ টা ৪৫ মিনিট। পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায়। বাড়তি ১৫ মিনিট হাতে সময় পাচ্ছে ছাত্রছাত্রীরা। নির্বিঘ্নে পরীক্ষা মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগেভাগেই পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। মাধ্যমিকের পর এই পরীক্ষাতেও প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হলে সেই পরীক্ষার্থী চিহ্নিত হয়ে যাবে।

প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর লিখতে হবে। মূলত উত্তরপত্রে এই সিরিয়াল নম্বর লিখতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রে থাকবে কিউআর কোড বা বারকোড। বিভিন্ন জায়গাতেই থাকবে এই কোডের ব্যবহার। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সেই পরীক্ষার্থী বা কোন জেলা, কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এবং সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাধিক পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। মোট ১৭৬টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যে পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে মেটাল ডিটেক্টর। অর্থাৎ এই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে পরীক্ষার্থীদের।

বেশিরভাগ স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রই রয়েছে মালদা জেলায়। মাধ্যমিকের সময় প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগে মোট ৩৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে সেই পথে হাঁটবে, তা স্পষ্ট করে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here