সারা রাজ্যে প্রথমবার উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা,সেপ্টেম্বরেই প্রথম ধাপঃ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য

80

কোচবিহার, ৩০ জুলাই: পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে এই প্রথমবার শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। এই নতুন ব্যবস্থায় দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপের পরীক্ষা হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে।

উচ্চমাধ্যমিক স্তরে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে বুধবার সকাল ১১টা নাগাদ কোচবিহার জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হয় এক উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রাজ্য সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য, এডিএম, পুলিশ প্রশাসনের আধিকারিকরা ও কোচবিহারের সিএমওএইচ।

বৈঠক শেষে চিরঞ্জিত ভট্টাচার্য জানান, “প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে সম্পূর্ণ OMR শিটে এবং প্রশ্নগুলি হবে অবজেকটিভ টাইপের। পরীক্ষার সময়সীমা থাকবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নির্দেশিকা ও মক টেস্টও শীঘ্রই প্রকাশ করা হবে।”

এই নতুন পদ্ধতির মূল লক্ষ্য হল পড়ুয়াদের উপর চাপ কমানো এবং মূল্যায়ন ব্যবস্থাকে আরও বৈজ্ঞানিক করে তোলা। পরীক্ষা সংক্রান্ত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি বড় রকমের পরিবর্তনের সূচনা হতে চলেছে বলে মনে করছেন শিক্ষা মহলের অনেকে।