এশিয়ান হাইওয়ের উপর হাইটবার ভেঙে পড়ায় চাঞ্চল্য এলাকায় ধুপগুড়িতে

66

ধুপগুড়ি, ১ আগস্টঃ অল্পের জন্যে বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই। দমকা হাওয়ার জেরে ভেঙে পড়ল রেলের হাইটবার। ওই ঘটনায় প্রায় এক ঘন্টা বন্ধ থাকল এশিয়ান হাইওয়ের উপর যান চলাচল। পরবর্তীতে রাস্তা থেকে হাইট বার সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া এলাকায় এশিয়ান হাইওয়ের উপর।

জানা যায়, ধূপগুড়ি ভেমটিয়া সংলগ্ন রেলওয়ে ওভারব্রিজের উপর দিয়ে উঁচু এবং ভারী যানবাহন যাতে চলাচল করতে না পারে তার জন্য ওভারব্রিজ ওঠার আগে এশিয়ান হাইওয়ের দুপাশে রেলের তরফে হাইট বার লাগানো হয়। এদিন দুপুর থেকে ধূপগুড়ি জুড়ে দমকা হাওয়া শুরু হয়। সেই সময়ে দমকা হাওয়ার জেরে ময়নাগুড়িগামী ঝুমুর কিষাণ মান্ডি এলাকার একটি  রেলের হাইট বার রাস্তার উপর ঝুলে পড়ে। সেই সময় এশিয়ান হাইওয়ে দিয়ে প্রচুর যানবাহন চলাচল করছিল। হাইট বার রাস্তার উপর ভেঙে পড়লে যেকোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এমনকি প্রাণহাণির ঘটনা ঘটে যেত। রাস্তার উপর হাইট বার ঝুলে পড়ার ফলে দুদিকে গাড়ির লাইন পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ, ট্রাফিক গার্ড সহ রেলের সিনিয়র ইঞ্জিনিয়ার পৌছায়। পরবর্তী ক্রেনের সাহায্যে হাইট বার সরিয়ে নিলে রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়।

রেলের সিনিয়র ইঞ্জিনিয়ার সুমিত কুমার বলেন, হাইট বারে কোনো গাড়ি ধাক্কা মেরেছে নাহলে লোহার তৈরি হাইটবার কখনও ভেঙে পড়তে পারে না।রেলের সংশ্লিষ্ট বিভাগকে পুরো বিষয়টি জানানো হবে।