কোচবিহার, ২৭ সেপ্টেম্বরঃ সারা দেশের সাথে কোচবিহারে পালিত হল ‘হিন্দি দিবস’। এদিন পশ্চিমবঙ্গ হিন্দি একাডেমি এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কোচবিহার রবীন্দ্রভবনে হিন্দি দিবস পালন করা হয়।
এদিন ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অঙ্গীরা দত্ত। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সেখানে জেলার ৫টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন। সেখানে নাচ, গান, কবিতা আবৃতির মতো প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে।
জানা গেছে,প্রতি বছর ১৪ সেপ্টেম্বর দেশব্যাপী হিন্দি দিবস পালন করা হয়। ১৯৪৯ সালের এই দিনে, গণপরিষদ দেবনাগরী লিপিতে লেখা হিন্দিকে ভারতের সরকারী ভাষা হিসাবে মনোনীত করে। আজ, হিন্দি বিশ্বব্যাপী সর্বাধিক কথ্য ভাষাগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়েছে এবং ৫২০ মিলিয়নেরও বেশি ব্যক্তির মাতৃভাষা হিসাবে কাজ করে। সেই উপলক্ষে দেশ জুড়ে ১৪ দিন ব্যাপী অনুষ্ঠান পালিত হয় বিভিন্ন জায়গায়। তাঁরই অঙ্গ হিসেবে কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো ‘হিন্দি দিবস’।