‘চিন্ময় প্রভু’ ইস্যুতে তুফানগঞ্জের মিছিল থেকে বাংলাদেশী বস্ত্র বর্জনের ডাক হিন্দু সুরক্ষা মঞ্চের

47

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: সনাতন হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। তার রেশ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। প্রতিবাদে গর্জে উঠেছে শহর। হাতে ধরা পোস্টারে গর্জন-‘এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে’। কোনও পোস্টারে লেখা-‘হিন্দু হিন্দু ভাই ভাই,চিন্ময় প্রভুর মুক্তি চাই’। এই ইস্যুতে আবার কেউ কেউ বাংলাদেশী বস্ত্র বর্জনের ডাক দেওয়া হয়েছে।

চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো তুফানগঞ্জ শহরে, তুফানগঞ্জ শহরের ধরের মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করার পর মিছিলটি আবার ধড়ের মোড় এলাকায় শেষ হয়। তাদের পক্ষ থেকে জানানো হয় অবিলম্বে চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তি দিতে হবে,এছাড়া বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে।