বারুইপুরে একাদশীর সকালে রোমহর্ষক খুন, আতঙ্কে স্থানীয়রা

16

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ অক্টোবরঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায় শুক্রবার সকালে মিলল এক রক্তাক্ত দেহ। স্থানীয়রা রাস্তায় বেরিয়েই দেখতে পান, কাঠের ব্রিজের কাছে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলার নলি কাটা অবস্থায় দেহ পড়ে রয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল মদের বোতল, ঠান্ডা পানীয়, জল এবং প্লাস্টিকের গ্লাস। দৃশ্য দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে যান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাতেই ওই যুবককে মদ্যপানের আসরে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়ে থাকতে পারে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, তিনি এলাকার বাসিন্দা নন। পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

এলাকাবাসীর দাবি, প্রতিদিন সন্ধ্যা নামলেই ওই এলাকায় চলে অসামাজিক কার্যকলাপ। রাস্তার ধারে বসে নিয়মিত মদের আসর বসে, চারপাশে ভাঙা কাচ ও আবর্জনা পড়ে থাকে। অভিযোগ, এর প্রতিবাদ করলে স্থানীয়দের হুমকি দেওয়া হয়। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে পুলিশ এ বিষয়ে কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। এবার প্রকাশ্যে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক আরও বেড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ মনে করছে, অসামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সহযোগিতাও প্রয়োজন।

একাদশীর সকালে এমন নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকা শোক ও আতঙ্কে আচ্ছন্ন। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।