খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, ময়নাগুড়ি: পাহাড়ে ভারী বৃষ্টির ফলে জল বেড়েছে জলঢাকা নদীতে। বিপদসীমার উপর দিয়ে বইছে জল। যার জেরেই বিপত্তি ঘটল জলঢাকা নদী তীরবর্তী এলাকায়। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া খড়িবাড়ি বুথের প্রায় শতাধিক বাড়ি জলের তলায় ডুবে রয়েছে। আটকে রয়েছেন দুই শতাধিক মানুষ। জলঢাকা নদীর জল এতটাই বৃদ্ধি পেয়েছে যে বাঁধ ভাঙার আশঙ্কায় রয়েছেন এলকার মানুষ। কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে এলাকার মানুষদের।
ইতিমধ্যেই জলের হাত থেকে বাঁচতে মূল বাঁধে আশ্রয় নিয়েছেন অসংরক্ষিত এলাকার মানুষ। বাঁধে উঠলেও সকাল থেকেই খাওয়া বন্ধ হয়ে রয়েছে পরিবারগুলির। স্থানীয় বিদায়ী প্রধান দিলীপ রায় ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেচ দপ্তরের কর্মীরা, পৌঁছেছে ময়নাগুড়ি থানার পুলিশও। ইতিমধ্যেই ময়নাগুড়ির বিডিও এর তরফে ত্রিপল এবং শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।