বীরভূম, ১৮ মার্চঃ বিয়ের পর থেকেই পনের দাবিতে বোলপুরের গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কিন্তু সেই বিষয়ে অভিযোগ জানাতে গেলে দিনভর তাকে বোলপুর থানা ও বোলপুর মহিলা থানায় ঘোরানোর অভিযোগ। বোলপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় ও সংসার করার উপদেশ দেওয়া হয়।
জানা যায়, প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার অভিযোগ নেওয়া হয়নি। অন্যদিকে বোলপুর মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগকারীনির দাবি সেখানে তালা বন্ধ অবস্থায় ছিল। সেখানে তাকে জানানো হয় মহিলা থানায় কোন অফিসার নেই তাই দশ দিন পরে আসতে হবে। নিজের খবর হওয়া অত্যাচারের অভিযোগ জানাতে না পেরে অসহায় অবস্থাতে বোলপুর থানাতেই সারারাত বসে রয়েছেন ওই নির্যাতিতা গৃহবধূ। অবশেষে সকাল সাড়ে দশটা নাগাদ কেস নিলো বোলপুর থানা।