খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জুলাই, ধূপগুড়ি: বাড়িতে স্বামী ও কোলের শিশুকে রেখে নিখোঁজ গৃহবধূ। ব্যাংক যাওয়ার নাম করে বেরিয়ে আর ঘরে ফিরলেন না গৃহবধূ। তাহলে কি কারও খপ্পরে পড়েছেন তিনি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য?
বর্তমান সময়ে এরকমই একাধিক ঘটনা ঘটেই চলেছে। কখনও কোলের শিশুকে বাড়িতে রেখে উধাও গৃহবধূ, আবার কখনও পরকীয়ার জেরে ঘর ছাড়ছে গৃহবধূ। তবে মাগুরমারীর ঘটনার পেছনে কি রহস্য রয়েছে সেটাই দেখার বিষয়।
জানা গিয়েছে, চার বছরের শিশুকে বাড়িতে রেখে ব্যাংকে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ সরস্বতী রায়। বুধবার থানার দ্বারস্থ হন মহিলার স্বামী হরিকিশোর রায়। ধূপগুড়ির মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাড় মাগুরমারী সংলগ্ন বাবুপাড়া এলাকার বাসিন্দা হরিকিশোরবাবুর স্ত্রী সরস্বতী রায় গত ১৪ জুলাই ধূপগুড়িতে ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি।
এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির করেও তাঁকে খুঁজে না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন। ১৫ জুলাই গৃহবধূ তাঁর স্বামীকে ফোন করে বাড়ি ফেরার কথা বলেন। কিন্তু, এরপর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবারের দাবি।
নিখোঁজ গৃহবধূর স্বামী হরিকিশোর রায় বলেন, “আমার স্ত্রী যে নম্বর থেকে ফোন করেছিল সেটি বাইরের রাজ্যের নম্বর। নিশ্চয় আমার স্ত্রী কোনও পাচারের খপ্পরে পড়েছে।” ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। অন্যদিকে মাকে ফিরে পাওয়ার অপেক্ষায় চার বছরের শিশু।