খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুনঃ আগামী ৮ জুলাই রাজ্য জুড়ে এক দফায় পঞ্চায়েত ভোট। মনোনয়ন দাখিলের দিন থেকেই জেলায় জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তেজিত ভোটদাতারাও।
ইতিমধ্যে ভোটার কার্ডের নামের তালিকা প্রকাশিত হয়েছে। আপনি কি দেখে নিয়েছেন তালিকা য় আপনার নাম রয়েছে কিনা? ভাবছেন কিভাবে দেখবেন? কীভাবেই বা জানবেন আপনার পার্ট বা সিরিয়াল নম্বর? নিজের মোবাইলেই আপনি পেয়ে যাবেন ভোটার লিস্টের সমস্ত তথ্য।
প্রথমে আপনাকে ceowestbengal.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর Electoral Roll এ ক্লিক করুন। পরবর্তী পেজে Electoral Roll (Voter List) এ ক্লিক করুন। এরপর জেলার নাম বাছুন। পরবর্তী পেজে বিধানসভার নাম ও পোলিং সেন্টার সিলেক্ট করে আপনার ভোটার লিস্ট ডাউনলোড করে নিন। ব্যাস এবার ঝটপট দেখে নিনভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা।