খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই, শিলিগুড়ি: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের কোকরাজোত গ্রাম এলাকায়। মৃতার নাম কবিতা সোরেন।
স্হানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ বছর আগে রঞ্জিত সোরেনের সঙ্গে বিয়ে হয় কবিতার। বেশ কিছুদিন ধরে ওই দম্পতির মধ্যে বিবাদ চলছিল। গতকাল রাতে তাঁরা ফাঁসিদেওয়ার পার্শ্ববর্তী এলাকায় একটি মেলাতে ঘুরতে যান। ফিরে এসে ঘুমিয়ে পড়েন তাঁরা। হঠাৎই একটি আওয়াজ শুনতে পেয়ে রঞ্জিতের বোন লক্ষ্মী সোরেন বেরিয়ে এসে রক্তাক্ত অবস্থায় কবিতাকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত রঞ্জিত সোরেন। পরে থানায় এসে আত্মসমর্পণ করে সে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসে। আজ দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।