খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ নভেম্বর, কলকাতা: ভরসন্ধ্যায় রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও তাঁর তিন বন্ধুর বিরুদ্ধে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার কামারহাটি পুরসভা এলাকায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
.অগ্নিদগ্ধ অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, কামারহাটি পুরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডে আর্যনগর অনুপমা রোডে ঘটনাটি ঘটেছে।রাস্তার উপর অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে চিৎকার করছেন এক মহিলা।
শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। চোখের সামনে এমন দৃশ্য দেখেই আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষজন। সেই দৃশ্য দেখে স্থানীয়েরা ছুটে এসে মহিলাকে কোনও ক্রমে উদ্ধার করেন। কিন্তু তত ক্ষণে মহিলার শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর পৌঁছয়
বেলঘরিয়া থানায়। পুলিশ আসার পর দগ্ধ মহিলাকে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। মহিলার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, মহিলা খড়দহের বাসিন্দা। বেলঘরিয়ায় বাজার করতে এসেছিলেন। কিন্তু কী কারণে এমন ঘটনা, সে বিষয়ে অন্ধকারে পুলিশ।